ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

রাজবাড়ীতে নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি ভূলবসত ঘটেছে বলে দাবি সংশ্লিষ্টদের। ওই নারীর নাম ইসমত আরা (৩১)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।


টিকা গ্রহিতার স্বামী নাহিদুল হক স্বপন পরিবর্তনকে জানান, কেন্দ্রটিতে কোনো প্রকার শৃঙ্খলা ছিলো না। একসঙ্গে অনেককে বসিয়ে টিকা দেয়া হয়েছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়া শেষে তার টিকা দেয়ার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সেসময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেয়। এখন বিষয়টি নিয়ে দুচিন্তায় আছি।


বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, কেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। অনেক ভিড় হয়েছে কেন্দ্রটিতে। টিকা নেয়ার পর পুনরায় সিটে বসার কারণে এমনটি হয়েছে।


তিনি বলেন, টিকা নেয়া ব্যক্তিটি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।

ads

Our Facebook Page